সিলেট ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য এনসিপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ধানের শীষ শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে, দুপুরে তিনি ধোবাউড়া জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে ধোবাউড়া উপজেলার ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে উপজেলার তৃণমূলের সমস্যার কথা শোনেন।
নেতাকর্মীদের প্রতি দেশের পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ও গণতন্ত্রের জন্য ধৈর্য ধরতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপিই সবার আগে দেখিয়েছে। একত্রিশ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে ওয়ার্ক আউট নয়, বিএনপি অঙ্গীকারবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে।
তিনি বলেন, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত লাইসেন্স ও মার্কা বিহীন দলের নেতার উস্কানিমূলক বক্তৃতা দিয়ে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চাচ্ছেন। বিএনপি কোনও সংঘাত উসকানিতে পা দেবে না। তাদের উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করে নির্বাচন অনিশ্চিত করা।
তিনি বলেন, সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চই সাক্ষী গোপাল হয়ে বসে থাকবে না। বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ ও জনপ্রিয়, জনসম্পৃক্ত দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর টেকসই সংস্কার হতে পরে না। অন্যান্য ছোট ও নিবন্ধন বিহীন দলের সঙ্গে বিএনপিকে তুলনা করা সরকারের উচিত হবে না।
তিনি আরও বলেন, বিএনপি বড় দল। বড় দল হিসেবে বিএনপির দায়িত্বও বেশী। সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে। কিন্তু অবাস্তব ও ভারসাম্যহীন কোনও কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না। দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে। কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না।
তিনি শ্রমিকদলের নেতাকর্মীদের প্রতি ধোবাউড়ায় শ্রমিক দলের সংগঠন সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার আহ্বান জানান।
ধোবাউড়া দাখিল মাদরাসা মাঠে জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমেন শাহিন, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, এম আসাদউল্লাহ আসাদ, সৌমিক হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, দপ্তর সম্পাদক ফিরোজ নুন, প্রচার সম্পাদক আল আমিন জনি, প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD