১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নিরাপত্তাকর্মী হত্যায় একজনের যাবজ্জীবন

admin
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:০৭:১৫
নিরাপত্তাকর্মী হত্যায় একজনের যাবজ্জীবন

Manual5 Ad Code

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় আব্দুল মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

 

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Manual7 Ad Code

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মতিন নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত হাসমত উল্লাহর ছেলে।

 

 

নিহত আলী হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ফতুল্লার ভূঁইগড় বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন আদালত।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

 

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আলী হোসেন বুথে ডিউটি করার সময়ে আব্দুল মতিন তার মাথায় কোপ দিয়ে জখম করে। এরপর আলী হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

Manual7 Ad Code