২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্ধারিত সময়ের আগেই নলজুরী সরকারি প্রথমিক বিদ্যালয় ছুটি

admin
প্রকাশিত ০৪ এপ্রিল, মঙ্গলবার, ২০২৩ ১৫:১৮:৫২

Manual8 Ad Code

নির্ধারিত সময়ের আগেই নলজুরী সরকারি প্রথমিক বিদ্যালয় ছুটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনার কোন তোয়াক্কা না করেই নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

Manual6 Ad Code

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিদ্যালয়ের সবগুলো কক্ষে তালা ঝুলানো অবস্থায় দেখা যায়। স্কুল ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল ব্যাগ কাঁধে কয়েকজন শিক্ষার্থীকে স্কুল প্রাঙ্গনে দেখা গেলে তাদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনই বেলা ২টার দিকে স্কুল ছুটি দেওয়া হয়।

Manual7 Ad Code

দুপুর আড়াইটার সময় স্কুলের অফিস কক্ষসহ সবগুলো শ্রেণির কক্ষের দরজায় ঝুলছে তালা।
গত ২৩ মার্চ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় রমজান মাসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহানগর, ডবল শিফট ও সিঙ্গেল শিফটের সব স্কুল সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

স্কুলের প্রধান শিক্ষিকা শামীমা নাসরিন এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আজকে ছুটিতে ছিলাম। তবে স্কুল আড়াইটার দিকে ছুটি দেওয়া হয়েছে। শুধু আমরা কেনো অনেক স্কুলেই এরকম হয়। রমজান মাস তো তাই।

Manual4 Ad Code

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শিরিন আক্তার বলেন, আমি নিজেও একজন শিক্ষিকা। সবসময় আমি স্কুলের খোঁজ খবর নেই। প্রধান শিক্ষিকার সাথে স্কুলের বিষয়ে কথা বললে তিনি জানান সবকিছু ঠিকঠাক মতোই চলে। তবে সরকারি নির্দেশ অমান্য করা মোটেই ঠিক হয়নি।

Manual1 Ad Code

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার বলেন, কোন নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিজের খেয়াল খুশি মতো ছুটি দিয়েছেন। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।