নিজস্ব প্রতিবেদক | ঢাকা |
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা এবং নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা, লজিস্টিক সহায়তা, ভোটকেন্দ্র পরিচালনা ও পর্যবেক্ষক ব্যবস্থাপনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
সরকার সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ, ভোটের দিনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে বলেন,
“নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—এটাই সরকারের প্রধান লক্ষ্য। এজন্য সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, পরবর্তী এক সপ্তাহের মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, যাতে মাঠ প্রশাসন নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানাতে পারে।
উল্লেখ্য, নির্বাচন ঘিরে প্রশাসনের নানা দপ্তর ইতোমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। পরবর্তী বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে বলে সূত্র জানিয়েছে।