১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে: সিলেটে এসে বলেন মির্জা ফখরুল

admin
প্রকাশিত ০৭ জুলাই, সোমবার, ২০২৫ ২২:৪২:৩৪
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাবে: সিলেটে এসে বলেন মির্জা ফখরুল

Manual2 Ad Code

কামাল খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আমরা আশাবাদী, আসন্ন নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ হারানো অধিকার ফিরে পাবে, সঠিক পথে দেশ এগিয়ে যাবে। সোমবার সকালে সিলেটের শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।লন্ডনে তারেক রহমানের সাথে ড. ইউনুসের বৈঠকে নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,

 

 

Manual5 Ad Code

বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে। এর ধারাবাহিকতায় হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের প্রতি বিএনপি সহানুভূতি ও শ্রদ্ধা জানায়। এরআগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর তারা যান হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে। জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

 

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

 

 

 

 

 

এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আমন্ত্রণে সিলেটে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। দুপুরে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং সমাবেশে অংশ নেবেন তারা। এরপর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

Manual8 Ad Code