নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানালেন মির্জা ফখরুল

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানালেন মির্জা ফখরুল

ঢাকা, ২৮ আগস্ট :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা নির্বাচন বর্জন বা বাধা দেওয়ার সিদ্ধান্ত নেবেন, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে তিনি প্রত্যাশা করছেন। একইসঙ্গে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

এর আগে, আজ বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

সর্বশেষ নিউজ