১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নির্বাচনে পর মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা: গুরুত্ব পাবে ডিজিটাল হেলথ ও ব্লু-ইকোনমি

admin
প্রকাশিত ১১ জানুয়ারি, রবিবার, ২০২৬ ১৮:১৭:৫৭
নির্বাচনে পর মার্চে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা: গুরুত্ব পাবে ডিজিটাল হেলথ ও ব্লু-ইকোনমি

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬

Manual3 Ad Code

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তার এই সফর।

আজ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এই সফরের তথ্য নিশ্চিত করেন।

আকি আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের স্ত্রী আকি আবে। বৈঠকে আকি আবে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ইউনূস তিনটি বিশেষ অগ্রাধিকারমূলক ক্ষেত্রের কথা উল্লেখ করেন:

Manual3 Ad Code

  • ডিজিটাল হেলথ কেয়ার: দেশের নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশেষ করে প্রবাসীরা যাতে বিদেশ থেকেও ডিজিটাল পদ্ধতিতে পরিবারের স্বাস্থ্যের খোঁজ রাখতে পারেন, সেই ব্যবস্থা তৈরি করা।

    Manual7 Ad Code

  • তরুণ উদ্যোক্তা তৈরি: দেশের যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ।

  • তিন শূন্য (Three Zeros): শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।

সফরের মূল লক্ষ্য: ব্লু-ইকোনমি ও গবেষণা

উপ-প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার জাপান সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ব্লু-ইকোনমি বা সমুদ্র অর্থনীতি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানো। সাসাকাওয়া পিস ফাউন্ডেশন সমুদ্র বিষয়ক গবেষণায় বিশ্বজুড়ে খ্যাত। সফরকালে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সমুদ্র সম্পদ কাজে লাগাতে জাপানের কারিগরি ও গবেষণা সহায়তা নিয়ে আলোচনা করবেন।

Manual2 Ad Code


এক নজরে প্রধান উপদেষ্টার জাপান সফরের অগ্রাধিকার:

ক্ষেত্র মূল লক্ষ্য
স্বাস্থ্যসেবা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নারী ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করা।
প্রবাসীদের ভূমিকা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে প্রবাসীদের পরিবারের স্বাস্থ্য তদারকির সুযোগ।
অর্থনীতি সমুদ্র সম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে জাপানের সাথে কৌশলগত অংশীদারিত্ব।
সামাজিক লক্ষ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং ‘তিন শূন্য’ ধারণা বাস্তবায়ন।