নির্বাচনে যাবো না-ব্যারিস্টার জুনেদ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

নির্বাচনে যাবো না-ব্যারিস্টার জুনেদ

বাহাত্তরের সংবিধানকে অক্ষত রেখে কখনোই নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ । আমাদের যে দাবি ছিল একটি নতুন সংবিধানের তা অগ্রাহ্য করা হয়েছে। এই মুহুর্তে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে, আমরা নির্বাচনে যাবো না।

আমাদের নির্বাচনে যাওয়ার শর্ত হচ্ছে, গণপরিষদ নির্বাচন হতে হবে কারণ গণপরিষদ হলে আমরা একটি নতুন সংবিধান রচনা করতে পারবো। সেই সংবিধানের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি নির্ভর করবে।

শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেটের ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, আমরা দেশ সংষ্কারের জন্য একটি নতুন সংবিধান চাই। দেশে যদি বাহাত্তরের সংবিধান বহাল থাকে তাহলে আওয়ামী লীগ ঢুকবে। শুধুমাত্র এমপি হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জুলাইয়ে শহীদ হয়নি। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা প্রাণ দিয়েছেন।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ওসমানীনগর উপজেলা শাখার সহ সমন্বয়কারী আব্দুল খালিক।

ওসমানীনগর উপজেলা শাখার মিডিয়া সেলের সমন্বয়ক রকিব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান, সদস্য মনিরুল সাকিব।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলার সহ সমন্বয়কারী রুবেল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সাবের সালেহ চৌধুরী, মোসাহিদ আলী দিলু, আব্দুল মুকিত, আশরাফ মৌলুদ চৌধুরী, বাচ্চু তালুকদার, এমরান আহমদ, কামরুল ইসলামসৈয়দ ঈসমাঈল, হাফিজ আজিজুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ