সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণকে স্বস্তির মধ্যে আনতে হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘সংস্কার ছাড়া আমরাও নির্বাচন চাই না। এই সরকারের প্রধান দুটি কাজ হলো সংস্কার ও গণহত্যার বিচার করা। আমাদের পরিষ্কার কথা, সংস্কার এবং বিচার দুটোই সমান্তরালে চলবে।’
দোয়া অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান, নারায়ণগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ প্রমুখ।
নুরুল হক নুর বলেন, ‘দুবারের বেশি যদি একটি লোক প্রধানমন্ত্রী থাকে, তাহলে আমরা মনে করি, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ, মিলাদ মাহফিল আর কবর জিয়ারত ছাড়া কোনো কাজ করতে পারে না। আমরা এখানে বলছি, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার। সংসদে যেন একক দলের আধিপত্য না থাকে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD