১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: বাসদ নিজস্ব প্রতিবেদক :

admin
প্রকাশিত ২৪ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ১২:২৫:৫৫
নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে: বাসদ নিজস্ব প্রতিবেদক :

Manual1 Ad Code

গণঅভ্যুত্থানের বার্ষিকীতে যত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ সিলেট জেলা শাখার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৩ জুলাই) বিকাল ৪টায় টুকেরবাজার মানববন্ধন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

 

 

 

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, জেলা সদস্য মুখলেছুর রহমান, স্থানীয় বাসদ সংগঠক আনোয়ার হোসেন, বাবুল মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মাসুক আহমদ, আনোয়ার হোসেন কুটি, আলতা আহমদ, সুমন আহমদ প্রমূখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান সমাজের ভিত্তিমূলে প্রচন্ড আঘাত করেছে।

 

 

 

Manual6 Ad Code

কিন্তু জুড়ে বসা সরকার পুরনো গাছের শিকড়ে জল ঢেলে উপরে ডালপালা কাটছাঁট করে চলেছে। ফলে এক বছর যেতে না যেতেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কে পদদলিত করা শুরু হয়েছে।আন্দোলনের পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে সারা দেশে মব সন্ত্রাস সংঘটিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে এই মবকে নিয়ন্ত্রণ এর চেষ্টা না করে বরং কিছু ক্ষেত্রে উসকানোর ঘটনাও দেশবাসী প্রত্যক্ষ করেছে।মব সন্ত্রাস কে মব কালচারে পরিণত করার চেষ্টা হচ্ছে।জুলাই আন্দোলনের অন্যতম অগ্রণী শক্তি ছিলেন এদেশের নারীরা। অথচ সেই নারীদের উপরে আক্রমণ নেমে এসেছে সবার আগে। উগ্র ধর্মীয় ফ্যাসিস্ট শক্তি সারা দেশেই নারীদের স্বাধীন চলাফেরার উপর আক্রমণ নামিয়ে এনেছে, হামলা হয়েছে আদিবাসীদের উপর ও মাজারে, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়ে।

Manual5 Ad Code

 

 

 

Manual2 Ad Code

 

এসকল পরিস্থিতি মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।মুক্তিযুদ্ধকে হেয় করা এবং মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করার ঘটনা ঘটে চলেছে। মুক্তিযুদ্ধ এই জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। মুক্তিযুদ্ধবিরোধী যুদ্ধাপরাধী শক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে, জুলাই অভ্যুত্থানের আন্দোলনের চেতনার সাথে যা সাংঘর্ষিক। বক্তারা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পরাজিত হতে না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে নেতৃবৃন্দ, নির্বাচন বিলম্বিত হলে সংকট আরো তীব্র হবে, ফলে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা,মব সন্ত্রাস-নারী নির্যাতন-সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধের আহ্বান। বক্তারা বৃহত্তর টুকেরবাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান। বক্তারা আগামী ৫ আগস্ট বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code