সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫
নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত হলে স্বৈরাচার আবারো চেপে বসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল মানুষ মিলে এ দেশ থেকে স্বৈরাচার তাড়িয়েছে। এখন আমরা যদি সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘতর করতে থাকি, তাহলে সুযোগ বুঝে আবারো চেপে বসবে সেই স্বৈরাচার।
তিনি বিজ্ঞ ও সম্মানিত যেসব ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংস্কারের কথা বলে আর আলাপ দীর্ঘায়িত করবেন না। আপনারা এই আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সঙ্কটে পড়বে। ষড়যন্ত্রকারীরা তত বেশি ষড়যন্ত্র করার সুযোগ পাবে।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে সবার আগে নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। কারণ যারা নির্বাচিত হয়ে আসবে, তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে নির্বাচিত হয়ে এলে তারা এসব সংস্কার বাস্তবায়ন করবে।
তিনি বলেন, ‘সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে এবং দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করা যাবে। কাজেই সংস্কার বাস্তবায়নের উপায় একটাই- তা হলো নির্বাচন দেয়া। নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই।’
তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের মাধ্যমে জনগনের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা সবাইকে অনুধাবন করতে হবে।‘
‘কোনো কোনো ব্যক্তি বলেন, নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি বলি, সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না। কিন্তু নির্বাচন হলে জনগণের ভোটের মাধ্যমে যেই দল, ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সেগুলো আস্তে আস্তে খুলে যাবে।’
নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন, আজকের এই কর্মশালার মাধ্যমে আমার দলের নেতা-কর্মী যারা এখানে উপস্থিত আছেন, সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে, প্রত্যেকে যে যার অবস্থান থেকে যেই সংস্কারের ওয়াদা জনগণের সামনে দিয়েছি, ওই ওয়াদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ।’
ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শ্যামপুরের কদমতলীর বালুর মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ারি যুক্ত হন প্রধান অতিথি তারেক রহমান।
এতে মহানগর দক্ষিণের ২৪টি থানার বিএনপিসহ ১১টি অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
রাজধানীর যানজট, পরিবেশ দূষণ, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়সহ বিভিন্ন বিষয়ে কয়েকজন নেতা-কর্মীর প্রশ্নের জবাবও দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহ্বাজ সালাহউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD