১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আনিসুল হক গ্রেপ্তার, সুবর্ণচরে বাজার বন্ধ

admin
প্রকাশিত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৯:১৮:৫৯
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আনিসুল হক গ্রেপ্তার, সুবর্ণচরে বাজার বন্ধ

Manual6 Ad Code

সংবাদ বিস্তারিত:
নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীর (৫৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

গ্রেপ্তার আনিসুল হক স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ও খাসেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি

গ্রেপ্তারের পর উত্তেজনা ও বাজার বন্ধ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনিসুল হককে গ্রেপ্তারের খবর জানাজানি হওয়ার পর রাতেই স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খাসেরহাট বাজারের সব দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে মাইকিং করেন।

Manual3 Ad Code

এতে সকালে বাজারের দোকানগুলো বন্ধ থাকায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে।

পুলিশের বক্তব্য

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. শাহীন মিয়া) বলেন,
“১৩ নভেম্বরকে কেন্দ্র করে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

শেষ কথা

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন, প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে।

Manual3 Ad Code