সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দুর্ঘটনাজনিত প্রতিটি মৃত্যুই কষ্টকর। বিশেষ করে রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যুতে গোটা জাতি বাকরূদ্ধ। এই দূর্ঘটনায় পাইলট, শিক্ষিকা ও শিশু শিক্ষার্থীদের মৃত্যুতে শোক কাটিয়ে উঠার মতো নয়। মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় নিহতদের শাহাদাত কবুলিয়াত এবং আহতদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। রাষ্ট্র ও সরকারের উচিত নিহত ও আহতদের পাশে থাকা এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করা। রাষ্ট্র ও সরকারকে দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ দিতে হবে।
তিনি মঙ্গলবার (২২ জুলাই) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার নিদনপুর দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসায় মাইলস্টোন কলেজ ট্রাজেডীতে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের পূর্বে উপরোক্ত কথা বলেন। তিনি মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন-মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল ফাত্তাহ বকশি, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক ক্বাসেমী, নাজিমে তালিমাত মাওলানা আবু ইউছুফ, শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, মাওলান আব্দুল ওয়াহিদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শরীফুল হাসান, শায়খুল হাদিস মাওলানা জালাল উদ্দিন, মুহাদ্দিস মাও: মোস্তফা কামাল, মাওলানা কালিমুল্লাহ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন ও সদস্য এম এ সামাদ তাফাদার বাবেলসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
মাহফিলে মাইলস্টোন কলেজে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD