নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে এনতাজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের সময় উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুড়াকুটি গ্রামের ঘোপাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় পুলিশ ও সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে রেজেকা বেগম (২২) কয়েক দিন আগে বাবার বাড়িতে চলে যান। শুক্রবার রেজেকার স্বামী আবু তাহের (৩৫) বড় স্ত্রী মিষ্টি বেগম (২৫)কে নিয়ে প্রাইভেট কারে শ্বশুরবাড়িতে হাজির হন।
রেজেকাকে জোর করে নিয়ে যাওয়ার সময় এনতাজুল হক ও তাঁর মেয়ে নারগিস বেগম (২৪) গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় গাড়িটি চলতে শুরু করলে এনতাজুল হক গাড়ির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের মেয়ে নারগিস বেগম অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত আবু তাহেরকে আটক করে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করে।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুছ বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”