১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

admin
প্রকাশিত ২০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৫ ২০:৪৯:৫৮
নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

Manual4 Ad Code

নীলফামারীর ডিমলা উপজেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।

Manual3 Ad Code

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। এ সময় জেলা ও কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কমিটি-বাণিজ্যসহ নানান অভিযোগ তোলেন পদত্যাগীরা।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী।

রেজাউল করিম বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাই সম্মিলিতভাবেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

Manual8 Ad Code