নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ কয়েকজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে দলটির নেতা–কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় তাঁরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং আগুন জ্বালান।

বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের নেতা জসীম উদ্দিন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাধিক নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভে অংশ নেন। তাঁরা আশপাশের কয়েকটি স্থানে কাগজের স্তূপে আগুন ধরিয়ে দেন। এতে আতঙ্কে পথচারীরা দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যান এবং একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকটি গাড়ি দ্রুত অতিক্রমের চেষ্টা করলে সেগুলো ভাঙচুরেরও চেষ্টা করে বিক্ষোভকারীরা।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, “গুরুত্বপূর্ণ ২ নম্বর গেট এলাকায় একদল বিক্ষোভকারী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছিল। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়।”

এদিকে রাত পৌনে ১২টার দিকে নগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়,

“জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং অন্যান্য নেতা–কর্মীদের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে চট্টগ্রামের ২ নম্বর গেট ব্লকেড কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর পূর্ণ সংহতি জানিয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ