সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনার বিচার করে ভবিষ্যতে যেন এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে আসিফ মাহমুদ এ মন্তব্য করেন। তিনি বলেন, “হামলার দায়দায়িত্ব এ সরকারকে নিতে হবে। সরকারকে এটার সমাধান করতে হবে।”
আসিফ জানান, ইতোমধ্যে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার আগে গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। কারা এ হুমকির পেছনে ছিল এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে কারা ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে, সরকার তা খতিয়ে দেখবে বলে আশ্বাস দেন তিনি।
জাতীয় পার্টির দিক থেকে হামলা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি হতে পারে, তবে এটিকে “মব” আখ্যা দিয়ে একপক্ষকে নিরপেক্ষ করা এবং অন্যপক্ষকে সুবিধা দেওয়া উচিত নয়। তিনি জাতীয় পার্টিকে “সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী” দল আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দেওয়ায় এ দলের অতীত ভূমিকা সুস্পষ্ট।
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি যদি আবারও ফ্যাসিবাদী শক্তিকে সহায়তা দেওয়ার চেষ্টা করে, তাহলে সবাইকে এক হয়ে তা প্রতিহত করতে হবে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD