সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ঢাকায় বদলি। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলীর দায়িত্বে প্রেষণে বদলি করা হয়েছে। ২০২৫ সালের ১২ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, বদলির এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এতে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ।
নুর আজিজ ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় চার বছর সেখানে দায়িত্ব পালনের পর এবার তিনি নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন। জানা গেছে, ঢাকা যোগদানের আগে তিনি সিলেটে চলমান প্রকল্পগুলোর হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD