সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন নাগরিক যুব ঐক্যের নেতৃবৃন্দ। তাঁরা জানান, সারা দেশে মানুষের অগোচরে খুন, চাঁদাবাজি ও দখলদারির মহোৎসব চলছে। এসবের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা জানান তাঁরা।
আজ রোববার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে চাঁদাবাজি, দখলদারি ও মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করে নাগরিক যুব ঐক্য।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ কাঠামো ভেঙে পড়েছে। সরকারও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। যে ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে, চাঁদাবাজ ও নির্মমভাবে খুনের কথা। অনেক অপকর্ম অগোচরে হচ্ছে, যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার। পুলিশ প্রশাসন যদি এসব নিয়ন্ত্রণ না করে ও আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) কথা না শুনে তাহলে ক্ষমতায় কেন আছেন? সমস্ত অপকর্ম, চাঁদাবাজ ও হত্যার দায়ভার নিয়ে পদত্যাগ করুন। অভ্যুত্থানের পক্ষে অনেক শক্তি আছে, যাদের দেশ চালানো যোগ্যতা রয়েছে, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তাঁরা বলেন, ‘আপনি (তারেক রহমান) দেশে এসে দেখুন, আপনার দলের লোক বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। অপকর্ম ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করুন। যদি আপনারা এসব অপকর্ম, হত্যা ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ৫ আগস্টের মতো লড়াই করে আপনাদেরও বিতাড়িত করা হবে।’
বক্তারা বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আগামীর বাংলাদেশে যাঁরা ক্ষমতায় আসতে চান, তাঁরা রাজনৈতিক দলের গুণগত সংস্কার করুন। যদি তা না করেন হাসিনার চেয়েও নিকৃষ্ট পরিণত হবে আপনাদের।’
মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য রিয়াজ আকতার, মাহমুদুল ইসলাম, জুয়েল রানা, মো. শামিম হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম শিকদার, সদস্যসচিব এম এ আলিম, তানভীর ইসলাম স্বাধীন প্রমুখ।
যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য জুয়েল রানা বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি সম্পূর্ণ ব্যর্থ। চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন অপকর্ম হচ্ছে অথচ আইনশৃঙ্খলা বাহিনী কিছুই বলছে না। সরকার ক্ষমতায় এসেই আইনশৃঙ্খলা বাহিনী তিন-চার মাসের মধ্যে ঠিক করার কথা বলেছিল, সেটি করতেও ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে সামনে আবারও গণ-অভ্যুত্থান ও বিপ্লব হবে।’
নাগরিক ছাত্র ঐক্যের দপ্তর সম্পাদক তানভীর ইসলাম স্বাধীন বলেন, ‘পর্দার আড়ালে কত কিছু অপকর্ম, চাঁদাবাজি ঘটছে, তার ঠিক নেই। এসবের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার। পুলিশ সংস্কারের রিপোর্ট খাতায় না রেখে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD