নেইমার-আনচেলত্তির দ্বন্দ্ব অব্যাহত, বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রস্তুতি

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৫

নেইমার-আনচেলত্তির দ্বন্দ্ব অব্যাহত, বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক
ঢাকা, বৃহস্পতিবার

ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার ও কোচ কার্লো আনচেলত্তির মধ্যে দ্বন্দ্ব যেন থামছে না। মূলত বিশ্বকাপ বাছাইয়ের দলের ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।

নেইমারের বাদ পড়া নিয়ে বিতর্ক

প্রায় ২৩ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার সুযোগ তৈরি হয়েছিল নেইমারের। তবে ২৫ আগস্ট ২৫ জনের দল ঘোষণায় নেইমারের নাম ছিল না। দল ঘোষণার সময় চোটকে কারণ হিসেবে দেখানো হলেও, পরের সপ্তাহে নেইমার নিজেই জানালেন, চোটে পড়লেও তিনি সান্তোসের হয়ে খেলতে পারতেন। বাংলাদেশ সময় পরশু তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন ফ্লুমিনেন্সের বিপক্ষে।

এই নিয়ে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, ‘নেইমারের কৌশলগত ব্যাপারে প্রশ্ন তুলতে হবে না। আমরা প্রত্যেক দিন এবং ম্যাচে যা দেখি, তা হলো ফিটনেস। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য।’

ব্রাজিলের দলে অন্যান্য তারকা

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের দলে রয়েছে গোলরক্ষক আলিসন, বেন্তো ও উগো সোসা। আক্রমণভাগে আছেন রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ম্যাথাউস কুনিয়া, রিচার্লিসন। মাঝমাঠ সামলাবেন জোয়েলিংটন, লুকাস পাকেতা। আনচেলত্তি মনে করেন, নেইমারের অনুপস্থিতিতেও ব্রাজিলের আক্রমণ শক্তিশালী এবং বিশ্বকাপে খেলার যোগ্য দল রয়েছে। তিনি বলেন, ব্রাজিলে ৭০ জনের বেশি প্রতিযোগীযোগ্য ফুটবলার আছে।’

নেইমারের চোট ও ক্লাব জীবন

গত দুই বছর চোটের সঙ্গে লড়াই করতে করতে নেইমার ক্লান্ত। ২০২৩ সালের আগস্টে আল হিলালে দুই বছরের চুক্তি করেছিলেন, তবে এই বছরের জানুয়ারিতে চুক্তি বাতিল হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন। ২৪ ও ৩১ আগস্ট সান্তোসের শেষ দুই ম্যাচে বাহিয়া এবং ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলেছেন। বাহিয়ার ম্যাচে হলুদ কার্ডের কারণে খেলতে পারেননি। ফ্লুমিনেন্সের বিপক্ষে খেলায় তিনি কোচ আনচেলত্তির দিকেও ইঙ্গিত দেন, ‘মাংসপেশিতে সামান্য সমস্যা ছিল, তবে মারাত্মক নয়।’

বিশ্বকাপ বাছাই পরিসংখ্যান

ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠে গেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিল-চিলি ম্যাচ শুরু হবে মারাকানায়। পরবর্তী ম্যাচ ১০ সেপ্টেম্বর ব্রাজিল-বলিভিয়া হবে, বাংলাদেশ সময় ভোর ৫:৩০ মিনিটে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরেরও ২৫ পয়েন্ট, তবে গোল ব্যবধানে তারা এগিয়ে। আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ