সিলেট ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫
লাহোর কালান্দার্সের স্কোয়াডে ছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার—সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ। ব্যাটিং ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাকিব, তার জায়গায় একাদশে ঢুকেছেন সিকান্দার রাজা।
ম্যাচের দিন সন্ধ্যায় পাকিস্তানে পৌঁছান জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। জাতীয় দলের দায়িত্ব শেষে এসেই টসের মাত্র দশ মিনিট আগে স্টেডিয়ামে প্রবেশ করেন এবং সরাসরি নাম লেখান লাহোরের একাদশে।
অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট হাতে ছিলেন রীতিমতো নিষ্প্রভ। আগের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও দুবারই শূন্য রানে ফিরেছেন সাজঘরে। বল হাতে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে ফাইনালের একাদশে জায়গা ধরে রাখা সম্ভব হয়নি তার।
মিরাজও ছিলেন স্কোয়াডে, তবে তাকেও রাখা হয়নি ফাইনালের একাদশে। একমাত্র রিশাদ হোসেনই খেলছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। ফলে লাহোর কালান্দার্স স্কোয়াডে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার থাকলেও ফাইনালে মাঠে নামা হচ্ছে কেবল একজনের।
সাকিবকে বাদ দিয়ে রাজার অন্তর্ভুক্তি অবশ্য খুব একটা অপ্রত্যাশিত ছিল না। জাতীয় দলের দায়িত্ব শেষে মাত্র সময়মতো এসে একাদশে ঢুকে পড়া রাজার ওপর আস্থার প্রতিদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD