নেত্রকোনা জেলার হাওরাঞ্চল অধ্যুষিত মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চুড়ান্ত না হলেও নির্বাচনী এলাকায় আগাম আলোচনায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী। এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এলাকার উন্নয়নের রুপকার সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সঙ্গে সম্ভাব্য ভোটের লড়াইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদারের নাম ঘোষনা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৪ আসন থেকে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সাল এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর সফলভাবে দায়িত্ব পালন করেন। বিগত আওয়ামীলীগ সরকারের তীব্র রোষানলে পড়েন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বিভিন্ন মামলায় দীর্ঘ ১৭ বছর কারাগারে আবদ্ধ ছিলেন। সম্প্রতি তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভের দিন নেত্রকোনার লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীসহ সাধারন মানুষের সঙ্গে ঢাকাস্থ কমিউনিটি বাবরের মুক্তির কাফেলায় অংশ গ্রহণ করে। প্রানপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কয়েক কিলোমিটার মহাসড়কের উভয়পাশে সাধারন জনতার ভীড় জমে।
কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর প্রতিমন্ত্রী থাকাকালীন নির্বাচনী এলাকায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ, হাওরের মাঝে সাবমারজেবল রাস্তা তৈরি, ব্রীজ, কালভার্ট, বিদ্যুতায়নসহ এলাকার বেকারত্ব দূরীকরণে হাজার হাজার নারী-পুরুষের সরকারী চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন। হাওরাঞ্চলের সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবরের মুক্তিলাভে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী উপজেলা থেকে শুরু করে সারা জেলায় বিএনপির অভ্রন্তরে স্বস্থির বাতাস বাইছে। আগামী নির্বাচনে জয়লাভের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অবদান রাখবেন বলে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা ব্যাক্ত করেছেন।
গত ২৩ ফেব্রিুয়ারি জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালবাসা, দোয়া এবং সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যুগিয়েছে। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। জালিম খুনী হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, ফাঁসির দন্ড দিয়েছে, অকথ্য অত্যাচার নির্যাতন চালিয়ে আমাকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি আপোষ করিনি। জালিম সরকারের কাছে মাথা নত করিনি। আমি সর্বদা সত্যের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো।