নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২২

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২২

কাঠমান্ডু, মঙ্গলবার: নেপালে চলমান জেনারেশন জেড নেতৃত্বাধীন বিক্ষোভে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২-এ। এর মধ্যে শুধু সোমবারের বিক্ষোভেই অন্তত ১৯ জন প্রাণ হারান।

সিভিল সার্ভিস হাসপাতালের পরিচালক বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবারের বিক্ষোভে আহত হয়ে ২০৯ জনকে ভর্তি করা হয়। এর মধ্যে চিকিৎসা শেষে ১৮৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ন্যাশনাল ট্রমা সেন্টারের প্রধান ডা. বাদ্রি রিজাল জানান, শুধু তাদের হাসপাতালে মঙ্গলবার অন্তত ৪০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দেশব্যাপী চলমান এ সহিংসতায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি নেপালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ