নেপালে সহিংস বিক্ষোভে বড় ধরনের কারাগার ভাঙচুর, শত শত বন্দি পলাতক

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

নেপালে সহিংস বিক্ষোভে বড় ধরনের কারাগার ভাঙচুর, শত শত বন্দি পলাতক

কাঠমান্ডু, মঙ্গলবার: নেপালে জেনারেশন জেড নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনায় বড় ধরনের কারাগার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শত শত বন্দি পালিয়ে গেছে বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

কাস্কি জেলা পুলিশ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিক্ষোভকারীরা জেলা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দি পালিয়ে যায়।

অন্যদিকে, দাং প্রদেশের তুলসিপুর এলাকার পুলিশ জানায়, স্থানীয় কারাগার থেকে আরও ১২৭ জন বন্দি পালিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেপালের আরও কয়েকটি কারাগারে অনুরূপ পালানোর ঘটনা ঘটতে পারে। তবে সেসবের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।

দিনভর চলা সহিংসতায় সরকারি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যাপক বিক্ষোভের ফলে দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ