২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরষ্কার ২০২৫ পেলো ফারজানা মৃদুলা

admin
প্রকাশিত ৩০ জুলাই, বুধবার, ২০২৫ ১০:৩২:০৬
নেলসন ম্যান্ডেলা শান্তি পুরষ্কার ২০২৫ পেলো ফারজানা মৃদুলা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত “নেলসন ম্যান্ডেলা জন্মবার্ষিকী” উপলক্ষে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সাংবাদিকতা ও সঞ্চালনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন সিলেটের মেয়ে ফারজানা মৃদুলা। অনুষ্ঠানের আয়োজন করে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ, এবং এতে সহযোগিতা করে মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশন।

 

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

 

২৬শে জুলাই, শনিবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানুষের উপকার করা ছিলো ফারজানা মৃদুলার নিত্যদিনের কাজ । লেখালেখিটা ছিলো ভীষণ নেশা সেই সুবাদেই সিলেটের মেয়ে ফারজানা মৃদুলা হয়ে উঠে একজন সংবাদকর্মী ও সঞ্চালক। নারী হিসেবে সেই জায়গা মোটেও মসৃন ছিলো না বহু চড়াই উৎরাই প্রতিনিয়ত পাড় করেছে, তবুও নিজের প্রতি বিশ্বাস থেকে ছিটকে যায় নি। নারীদের এগিয়ে চলার পথে বাঁধা নিয়ে অসংখ্য লেখনি ও নারীদের অগ্রযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মনে নাড়া দিয়েছে। সংবাদপত্রে কলম সৈনিক হিসেবে কাজ করেছে দৈনিক সিলেট সুরমা, দৈনিক শুভ প্রতিদিন, দৈনিক হবিগঞ্জের আয়না এবং সিলেটের প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভিতে সংবাদ পাঠিকা ও রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এছাড়া শিমুলবার্তার বার্তা সম্পাদক, অগ্রযাত্রার পরিচালক, রিলাক্স রেডিও বাংলার আরজে, ঢাকা নিউজ ২৪ এর একজন স্টাফ রিপোর্টার। প্রতিটি জায়গাতেই বিশেষ করে নারীদের অগ্রযাত্রাকে তুলে ধরে এসেছেন।

 

 

 

 

এর মাঝে নারী জনপ্রতিনিধি, বঞ্চিত নারী সমাজ, নারী শ্রমিকদের ন্যায্য মজুরি, নারী নির্যাতন, নারীদের এগিয়ে চলার সব বিষয় অনুসন্ধানী চোখ যেন ক্লান্ত হয়নি সত্য খুঁজতে। এছাড়া করোনা, সিলেটের ২২’র বন্যা ২৪’র জুলাই গনঅভ্যুত্থানে রাজনীর গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহসহ ২৪’র কুমিল্লার বন্যাকবলিত এলাকার মানুষের পাশে ছুটে যান। জীবসঙ্গীর অনুপ্রেরণার এগিয়ে চলা এই নারী জানান এই পুরস্কার ভালো কাজের জন্য আমাকে আরও দায়িত্ববান করে তুলবে।

 

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক জনাব রাকিব আলী, রাজিয়া’স কিচেন এর স্বত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা। জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলার সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম রাজীব কোরআন তেলাওয়াত করেন হাফিজ আমির হামজা।