
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে এসে কঠিন বাস্তবতার মুখে পড়েছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে এখনো জয়ের মুখ না দেখা দলটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে পেয়েছে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ।
১২তম বিপিএলে জয়–হার–জয়ের ধারায় ফিরেছে রাজশাহী ওয়ারিয়র্স। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে ১৯১ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারে দলটি। আজ নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়ে আবারও জয়ের পথে ফিরেছে তারা।
১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইনিংসের দ্বিতীয় বলেই সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম ৩৮ বলে ৬৫ রানের জুটি গড়েন। সপ্তম ওভারের চতুর্থ বলে শান্তকে (২৪) ফিরিয়ে এই জুটি ভাঙেন রেজাউর রহমান রাজা।
শান্ত ফেরার পর দ্রুতই বিপর্যয়ে পড়ে রাজশাহী। মাত্র কয়েক বলের ব্যবধানে ৮.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৩। তানজিদ তামিম (২৯) ও হুসেইন তালাতকে (৩) ফিরিয়ে নেন জহির খান ও হাসান মাহমুদ।
এরপর দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। পঞ্চম উইকেটে ৫৪ বলে ৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ১৩ বল হাতে রেখেই রাজশাহী ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক হায়দার আলী।
রাজশাহীর হয়ে দুর্দান্ত বোলিং করেন রিপন। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৪ উইকেট, একটি মেডেন ওভারসহ। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।