১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীমউদ্দীন মওদুদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

admin
প্রকাশিত ০৭ জানুয়ারি, বুধবার, ২০২৬ ২২:৪০:২৬
নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীমউদ্দীন মওদুদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

Manual4 Ad Code

নোয়াখালী, বুধবার:
নোয়াখালী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীমউদ্দীন মওদুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

হাসনা জসীমউদ্দীন মওদুদ বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী। তিনি ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে হাসনা মওদুদ বলেন, তাঁর স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তিনি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে নোয়াখালী এলাকার মানুষের সেবা করে আসছেন। আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে তিনি নিজ বাড়ি হারিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি হতাশ হয়েছিলেন বলেও জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, গত রোববার গুলশানে বিএনপি কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতে নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানান তারেক রহমান।

Manual6 Ad Code

হাসনা জসীমউদ্দীন মওদুদ আরও বলেন, দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে সশরীরে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানান তিনি।

Manual8 Ad Code

উল্লেখ্য, পল্লিকবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদ্দীন মওদুদ এর আগে ১৯৮৬ ও ১৯৮৮ সালে নোয়াখালী-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Manual1 Ad Code