১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নড়াইলে অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও, ক্লিনিক সিলগালা

admin
প্রকাশিত ২৮ আগস্ট, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:০৬:৪৮
নড়াইলে অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও, ক্লিনিক সিলগালা

Manual4 Ad Code

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা নামের একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করার ঘটনায় ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাতের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়। এ সময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পি উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

জানা গেছে, ক্লিনিকের নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের ভেতরে অচেতন রোগীদের নিয়ে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে আসছিলেন। বিষয়টি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নার্স প্রিয়া ভুল স্বীকার করে ক্ষমা চান। ক্লিনিকের মালিক সেলিমও বিষয়টি স্বীকার করেন। পরে স্বাস্থ্য বিভাগের নির্দেশে অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।

Manual6 Ad Code

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাসনাত বলেন, “অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা আইনত অপরাধ। রোগীকে বেডে রেখে টিকটক ভিডিও করা গুরুতর অপরাধ। এ কারণেই অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।”

Manual6 Ad Code