১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, সোমবার, ২০২৬ ২১:৫১:৩৪
পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া, সোমবার:
পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদ (২৪) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়।

Manual6 Ad Code

বিজিবি সূত্রে জানা গেছে, কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন শাকিল আহমেদ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থান করছিলেন। এ সময় আগরতলা পুলিশের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে আগরতলা পুলিশ তাঁকে ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।

Manual3 Ad Code

আজ সকালে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, শাকিল আহমেদ কিছুদিন ধরে কাজের জন্য আগরতলায় অবস্থান করছিলেন। পরে পুলিশ তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়।

Manual2 Ad Code