সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসের পবিত্র রমজানের সংযম ও আরাধনার পর এসেছে ঈদ—খুশি, ত্যাগ ও নতুন প্রত্যাশার এক অপূর্ব মিলনক্ষেত্র।
রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, অশেষ ত্যাগের পর যে সম্ভাবনা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেটিই হোক আমাদের নতুন পথচলার শক্তি। আগত দিনগুলো হোক ঈদের আনন্দে, স্বাধীনতার পরিপূর্ণতার উজ্জ্বল।
তিনি আরও বলেন, এবারের ঈদ এক ভিন্ন আবহে, এক নতুন বাস্তবতায়। আমাদের জাতির বুক থেকে সরেছে স্বৈরাচারের এক দুঃসহ ভার, উঁকি দিচ্ছে নতুন ভোরের আলো। এই ঈদে আমরা যেমন স্মরণ করছি হারানো প্রিয়জনদের, তেমনি বুকে বাঁধছি এক সোনালি সম্ভাবনার স্বপ্ন।
তিনি সিলেটের চিরায়ত শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD