পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা,,,

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা,,, 

আরিয়ান আহমদ রাজনঃ-  ইসলাম ধর্মের দেহ ও মনের আত্মশুদ্ধি জন্য সিয়াম সাধনা একান্ত অপরিহার্য। এই সিয়াম সাধনার আত্মশুদ্ধির মাধ্যমে দেহ ও মন (বাহির ভিতর) দু দিকে সংযত করে। ইসলাম ধর্মে পঞ্চ স্তম্ভ রয়েছে-

ঈমান,নামায,রোযা,হজ্জ,যাকাত। এই পঞ্চ স্তম্ভের মধ্যে ইসলাম ধর্মের রোজা বা সওম একটি গুরুত্বপূর্ণ দিক,যার অভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোযার নিয়তে সুবাহে সাদিক থেকে সূর্যান্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও স্বামী স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোযা বলে।

নামায,যাকাত,হজ্জ হচ্ছে বাহ্যিক্য মৌলিক আমল।এ সব আমল সমাজের সকল মানুষের সম্মুখে ও অবগতিতেই হয়ে থাকে। কিন্তু রোযা কেবল রোযা পালনকারী ব্যক্তি ও মহান আল্লাহ তা’আলাই ছাড়া অন্য কোন মানুষই জানতে পারে না।

রোযা মানুষকে দেহ মন দু দিকে সংযত সংশুধন করে প্রকৃত ধার্মিক হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দেয়। মাহে রমজান মনের আত্মশুদ্ধি,মনের পবিত্রতা,পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে চলার শিক্ষা দেয়। পবিত্র মাহে রমজান-হিংসা বিদ্ধেষ,হানাহানি, আত্ম-অহংকার ভুলে গিয়ে সুখি, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ গঠনের ভূমিকা রাখে। রোজাদারদের ইবাদত বন্দেগির ভেতরে দিয়ে সব ধরনের অন্যায়-অত্যাচার অশোভন, পাপাচার,অনাচার,দুরাচার যাবতীয় অকল্যাণ কর কাজ কর্ম থেকে বিরত হয়ে সংযম সাধনার পথ ধরে মহান সৃষ্টিকর্তার কাছে অত্ম-সমর্পনের শিক্ষা দেয়। ক্ষুধা-তৃষ্ণা কষ্ট সহ্য করে সম্মিলিত ভাবে ইফতার,তারাবি নামাজ,সেহির-এ সব কিছুর মধ্যে দিয়ে একজন রোজাদার ব্যক্তি মাসব্যাপী সিয়াম সাধনার দ্ধারা আত্মশুদ্ধি লাভ করে।

সিয়াম সাধনা মানুষের পার্থিব লোভ-লালসা,হিংসা-বিদ্ধেষ,পরচর্চা-পরনিন্দা,মিথ্যাচার,প্রতারনা অতিরিক্ত সম্পদ অর্জনের আকাংঙ্খা প্রভৃতি থেকে দূরে সরিয়ে আত্ম সংযমের শিক্ষা দেয়। এক জন রোজাদার সামর্থ্য থাকা সত্বেও ক্ষুধার্ত থাকেন এবং অনাহারী-অর্ধাহারীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন। তাই মাহে রমজান মানুষকে দুঃখী জনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয়। সৃষ্টি জগতের প্রতি উদার, সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয়। এই সিয়াম সাধনার ধারা মানুষের মধ্যে পারস্পরিক স্নেহ,ভালবাসা,আন্তরিকতা, মায়ামমতা, দানশীল ক্ষমা-মৈত্রী,উদারতা সহানুভূতি, সমবেদনাসহ প্রভৃতি সদাচরণ শিক্ষা দেয়। ঈদুল ফিতরের উৎসব উদযাপনের মাধ্যমে মাহে রমজান পরিসমাপ্তি ঘটে। এই পবিত্র মাহে রমজানে বিশ্বে সকল মসলিম সম্প্রদায়ের প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা। এই পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যে দিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি মঙ্গল বার্তা। পৃথিবীতে হানাহানি, মারামারি,অরাজকতা,যুদ্ধ-বিগ্রহ বন্ধ হয়ে শান্তি বিরাজ করুক।
.
শুভেচ্ছান্তে,
ভেন.সুদর্শী স্হবির
অধ্যক্ষঃ আর্য্যমিত্র বৌদ্ধবিহার। তালতলা (জ্যোতির্ময় কার্বারী পাড়া) পানছড়ি,খাগড়াছড়ি
.সহ-সভাপতি,পার্বত্য ভিক্ষসংঘ বাংলাদেশ। পানছড়ি উপজেলা শাখা,খাগড়াছড়ি পার্বত্যজেলা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ