সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫
সন্ধ্যা পৌণে ৭টার দিকে এলো কাংখিত ঘোষণা। সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট থেকে কিছুটা সরে এসেছেন। অন্তত দু’দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
সবার দাবি দাওয়ার কথা গুরুত্বসহকারে শোনেন বিভাগীয় কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা। এরপর বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, মানুষের জন্য আইন মানুষের জন্যই সবকিছু। মানুষ ছাড়া কোনো পরিবেশ নেই। সুতরাং আমরা সিলেটবাসীর কল্যাণে সবটুকু আমরা করবো।
তিনি বলেন সারাদেশে যদি পাথর উত্তোলন করা যায় তাহলে সিলেটে কেন উত্তোলন করা যাবেনা? আমরা সবগুলো সিদ্ধান্ত রিভিউ করবো। প্রয়োজনে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতও আছেন। সরকার মানুষের জন্য। মানুষ না থাকলে সরকার থেকে কি হবে বা সরকার কার জন্য থাকবে?
তিনি পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দকে আশ্বাস দেন যে, তাদের সব দাবিদাওয়া নিয়ে আগামী দুইদিন পর আবার ছোটো পরিসরে বসে বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর আহ্বানে চলমান বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে এই বৈঠকে উপস্থিত রয়েছেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস- মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম সিলেটভিউকে মঙ্গলবার সন্ধ্যায় বলেন, দু’দিনের জন্য আমরা কর্মবিরতি স্থগিত করেছি। কমিশনার সাহেব আমাদের বক্তব্য শুনেছেন। তিনি দু’দিন সময় চেয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে আবার আমরা সংক্ষিপ্ত পরিসরে বৈঠকে বসবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপাতত আমাদের কর্মসূচি স্থগিত।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD