সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
পরিমাপ সকল জাতিগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে সংশ্লিষ্ট, পরিমাপের বাইরে কিছুই নেই। রাষ্ট্রব্যবস্থায় পরিমাপের জন্য রেগুলেটরি অথোরিটির প্রয়োজন হয় যেন পরিমাপের মাধ্যমে সবাই সুবিচারপ্রাপ্ত হয়।
প্রকৃতপক্ষে, পরিমাপের সাথে সুবিচার ও সুশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে। সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার
পালিত হয় বিশ্ব মেট্রোলজি দিবস।
১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সে এ দিবসটির সূচনা হয়। এবার দিবসটি ১৫০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে আজ ২১ মে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘Measurements for all times, for all people’ অর্থাৎ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. মাজাহারুল হক।
সভায় টেকসই বিশ্ব বিনির্মাণে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিমাপের সঠিকতা বাস্তবায়নের উপর তথ্যবহুল এবং বাস্তবসম্মত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।
এছাড়া সভায় বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD