পলাতক আসামী বেনু মিয়াকে গ্রে ফ তা র করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫

পলাতক আসামী বেনু মিয়াকে গ্রে ফ তা র করেছে সেনাবাহিনী

৭ টি মামলার পলাতক আসামী বেনু মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ ৭ টি মামলার পলাতক আসামী বেনু মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

 

 

 

সে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামের মৃত আদিল হোসেনের ছেলে।

তার নামে ঢাকার দুটি থানা ও মাধবপুর থানাসহ ৭টি মামলা রয়েছে।

 

 

 

জানা যায়, তার বিরুদ্ধে আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা, মারধোর, ভাংচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে।

মাধবপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি জানান, রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে সেনা বাহিনীর একটি আভিযানিক দল উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে বেনু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ