সুনির্মল সেন: বিশ্বের ইতিহাসের দিকে তাকালেই দেখা যায়-যারা নিজের দেশকে ভালোবেসেছে, যারা নিজ দেশের স্বাধীন-সার্বভৌমত্ব মার্কিন আধিপত্যের হাতে তুলে দেয়নি, তাদের কাউকে না কাউকে হত্যা করা হয়েছে, এমনকি হত্যার চেষ্টা চালানো হয়েছে। লিবিয়ার কর্ণেল গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন, ইয়াসির আরাফাত এমন অসংখ্য দেশপ্রেমিক শাসকের পর বাংলাদেশের বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা। আর এদিকে ক'দিন আগে সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ইতিহাসের এমন নির্মম সত্য, বড় নির্মম দেশপ্রেমের মূল্য অনেক সময় রক্ত দিয়েই দিতে হয়েছে। আজও তার প্রমাণ পাই রক্ত দিয়ে দিতে হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব ও তথাকথিত মানবাধিকার রক্ষাকারীরা মধুর ভাষায় ভালোবাসার কথা বলেন, মানবাধিকারের বুলি উডান অথচ আড়ালে জঙ্গি গোষ্ঠীর মদদ দেন,যুদ্ধ উসকে দেন,দেশ ধ্বংসের নীলনকশা বাস্তবায়ন করেন। মানবতার মুখোশের আড়ালে এটাই তাদের কর্মযজ্ঞ। পশ্চিমা শক্তিগুলো কখনোই চায় না কোনো স্বাধীন রাষ্ট্র সুন্দরভাবে নিজস্ব পথে উন্নয়ন করুক, শান্তিময় পরিবেশে শক্ত রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াক।তারা বিভাজনের রাজনীতি চাপিয়ে দেয়, অবকাঠামো ধ্বংস করে, একটি দেশকে অস্থিতিশীল করে তোলে-এটাই তাদের পুরোনো কৌশল। মহান সৃষ্টিকর্তা বাংলাদেশের জনগণকে সব ধরনের ভ্রান্তি থেকে রক্ষা করুন। অনেক রক্ত দেওয়া এই জাতিকে শান্তিতে বসবাস করার ক্ষমতা দান করুন।