সিলেট ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫
শাহপরাণ এলাকার দাসপাড়ায় পাঁচ গ্রামের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। আটককৃতদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারা অনুসারে আদালতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারে আগ মুহুর্তে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে আরো তিন গ্রামের মানুষ সংঘর্ষে যুক্ত হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তদন্ত কমিটি গঠন করে। সংঘর্ষে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুই সংগঠনের দায়িত্বশীলরা জানান।
আটককৃতরা হলেন, খাদিমপাড়া দাসপাড়া ৪নং রোডের মো:. আজাদ বিন হোসাইন (১৮) ও দুলাল আহমেদ (৪৩), চকগ্রামের আনোয়ার হোসেন (২৯) ও মোশতাক আহমেদ (৪৭) ও দৈতগ্রামের তাজুল ইসলাম (১৮)।
এরআগে বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারে আগ মুহুর্তে শাহপরাণ এলাকার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরো ৩ গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ আহত হন। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘন্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইফতারের পরে সংঘর্ষে যুক্ত হয় বংশীধর, বালুটিকর ও হালুপাড়া গ্রামের মানুষ। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD