সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন পাথর অবৈধভাবে উত্তোলন ও লুটের অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর এলাকায় দুদক ও জেলা প্রশাসন পৃথকভাবে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দলও সেখানে রয়েছে।
দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।