সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেটে বহুল আলোচিত সাদাপাথর লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্য এবং অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক প্রতিবেদনের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধানে নেমেছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় এ তদন্ত কার্যক্রম শুরু চলছে।
সিআইডি সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০ জন ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ ধ্বংস করে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান আরও বলেন, ‘সাদাপাথর লুটপাটের সঙ্গে যে সব ব্যক্তি ও সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত, তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অনুসন্ধান কার্যক্রম শুরু হওয়ায় আলোচিত এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD