খাগড়াছড়ির পানছড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি ও নির্যাতনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। সোমবার সকালে পুজগাঙ সারিবালা কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী আইডিয়াল স্কুলের পাশে ধুধুকছড়া-পানছড়ি সদর সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংগঠনের প্রতিনিধি জিনিম চাকমা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, অপারেশনের নামে নিরপরাধ মানুষকে হয়রানি, মারধর ও লুটপাট করা হচ্ছে। বিনা অনুমতিতে ঘরে ঢুকে তল্লাশি চালানো এবং স্কুলঘর দখল করার কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এতে আতঙ্কে অনেক পরিবার গ্রাম ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর জগপাড়ায় সুপ্রভাত চাকমা, নিশান্ত চাকমা ও রিপেন চাকমাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে।
সমাবেশ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়—
-
অপারেশনের নামে হয়রানি, নির্যাতন ও স্কুল দখল বন্ধ করতে হবে।
-
অনুমতি ছাড়া ঘরে তল্লাশি চালানো যাবে না।
-
ক্যাম্পের পাশে অবস্থানরত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।
-
ঠ্যাঙাড়ে বাহিনী ভেঙে দিয়ে বিচারের আওতায় আনতে হবে।
-
লুটকৃত টাকাপয়সা ও জিনিসপত্র ফেরত দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে।
-
‘অপারেশন উত্তরণ’ তুলে নিতে হবে।