[video width="848" height="478" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/05/VID-20250521-WA0026.mp4"][/video]
এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা ও লোভা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে করে নদীর পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত তা বিপৎসীমার নিচে রয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বৃষ্টি অব্যাহত থাকলে এবং ঢলের প্রবাহ বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
[video width="848" height="480" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/05/VID-20250521-WA0032.mp4"][/video]
কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তার বলেন, ‘নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। কোথাও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি এবং নদীর তীরবর্তী এলাকাবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করেছি।’
তিনি আরও জানান, বুধবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে, যা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমেই কানাইঘাট উপজেলায় পাহাড়ি ঢলের প্রভাবে আকস্মিক বন্যা দেখা দেয়, যা ফসল ও ঘরবাড়ির ক্ষতি করে থাকে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।