১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:০৩:৫৬
পাবনায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

নিহতের পরিচয় অজানা, পিবিআই তদন্তে নেমেছে

Manual5 Ad Code

পাবনা শহরের শালগাড়িয়া গোরস্থানপাড়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে অজ্ঞাত ওই যুবককে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “প্রাথমিক সুরতহালে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড কি না—তা জানতে পিবিআই তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”