১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১১:২০:০২
পাবনায় পুত্রবধূর বঁটির কোপে শ্বশুর নিহত

Manual3 Ad Code

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বঁটির কোপে মোজাম (৭০) নামে এক বৃদ্ধ শ্বশুর নিহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সাঁথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোজামের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমি মানসিক রোগে ভুগছিলেন।

Manual8 Ad Code

গতকাল সন্ধ্যায় হঠাৎ রুমি তাঁর হাতে থাকা বঁটি দিয়ে শ্বশুর মোজামের পেট ও পিঠে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে মোজামের অন্ত্র বের হয়ে আসে। দ্রুত তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

Manual1 Ad Code

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual1 Ad Code