১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পারভেজ হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

admin
প্রকাশিত ২২ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২৩:৫৮:২৪
পারভেজ হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

Manual6 Ad Code

ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র‍্যাব-১১ এবং তিতাস থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁর মামা হারুন উর রশিদের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

Manual5 Ad Code

গ্রেপ্তার আসামি হৃদয় মিয়াজী তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব। গ্রেপ্তারের পর তাঁকে কুমিল্লা র‍্যাব-১১-এর কাছে হস্তান্তর করে তিতাস থানা-পুলিশ।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ। তিনি বলেন, ঢাকায় পারভেজ হত্যার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‍্যাব-১১-এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামে আসামির মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।