১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পার্থে আগুনে আগুন: প্রথম দিনেই ১৯ উইকেট, দুই দলই বিপর্যয়ে

admin
প্রকাশিত ২১ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ১৬:৩০:১৩
পার্থে আগুনে আগুন: প্রথম দিনেই ১৯ উইকেট, দুই দলই বিপর্যয়ে

Manual1 Ad Code

আগুনের জবাব আগুনে—পার্থের উইকেটে আজ যেন ঠিক সেটাই দেখা গেল। মুহূর্তের মধ্যে একের পর এক উইকেট পড়তে থাকায় প্রথম অ্যাশেজ টেস্টের প্রথম দিন পুরোপুরি বোলারদের দখলে ছিল।

Manual7 Ad Code

ইংল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে তিনি নেন ৭ উইকেট, যা তাকে নিয়ে যায় রেকর্ডের পাতায়। তবে স্টার্কের সেই ঝড়ের জবাব খুব দ্রুতই দেন ইংল্যান্ডের বেন স্টোকসজফরা আর্চার

Manual7 Ad Code

অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেন স্টার্কের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে তারা পড়ে যায় চাপে। দিনের শেষে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ইংল্যান্ডের চেয়ে এখনো ৪৯ রান কম, হাতে আছে মাত্র ১ উইকেট।

Manual7 Ad Code

আজকের দিনের সারাংশ—

  • প্রথম দিনেই মোট ১৯ উইকেট

  • স্টার্কের ৭ উইকেট

  • স্টোকস-আর্চারের ধারাবাহিক আঘাতে অজিরা বিপদে

    Manual6 Ad Code

  • ম্যাচের নিয়ন্ত্রণ এখনো দুই দলের কারও হাতে স্পষ্ট নয়