১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীদের নিবন্ধনের সুযোগ

admin
প্রকাশিত ০৭ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২১:৪৬:১৬
পাসপোর্টের মেয়াদ না থাকলেও হজযাত্রীদের নিবন্ধনের সুযোগ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পাসপোর্টের মেয়াদ শেষ হলেও হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রীদের সুবিধার্থে আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের হজ–১ শাখা থেকে এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের হজে গমন–ইচ্ছুকদের নিবন্ধন কার্যক্রম সহজ করতে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের শর্ত শিথিল করা হয়েছে। তবে ভিসা ইস্যুর সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের পরিবর্তে অবশ্যই মেয়াদসংবলিত (নতুন) পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা ইস্যু করা হবে না।

Manual6 Ad Code

সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ১২ অক্টোবর।

Manual3 Ad Code

ধর্ম মন্ত্রণালয় জানায়, পাসপোর্টের মেয়াদজনিত কারণে কোনো যাত্রীর যাতে নিবন্ধনে সমস্যা না হয়, সেজন্য এ বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তবে নিবন্ধনের পর নতুন পাসপোর্ট তৈরি ও ভিসা প্রাপ্তির শর্ত পূরণ করেই হজে যেতে হবে।

Manual3 Ad Code