রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
Manual2 Ad Code
খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Manual2 Ad Code
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে সড়কে ওপরে। এতে ছোট বড় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।
Manual8 Ad Code
পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। সড়ক বিভাগের জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।