১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পিকআপ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

admin
প্রকাশিত ২৩ জুলাই, বুধবার, ২০২৫ ২০:২৫:৪৬
পিকআপ  অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Manual1 Ad Code

পিকআপ গাড়ির সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব (২৮) নামে একজন নিহত হয়েছে।

Manual6 Ad Code

নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের নতুন মহিলা কলেজ সংলগ্ন জনকল্যাণ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তসলিম (৩২) নামে একজন আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

Manual1 Ad Code

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এ সময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাট মুখী একটি পিকআপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তসলিম নামে আরেক যাত্রী।