১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২১:২৫:২৩
পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

Manual3 Ad Code

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ফ্ল্যাগস্ট্যান্ড খালি পড়ে থাকতে দেখা গেছে। আজ রোববার দুপুরে দপ্তরটিতে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন না থাকার বিষয়টি চোখে পড়ে। কর্মদিবসে সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

Manual4 Ad Code

স্থানীয়দের অভিযোগ, পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।

Manual3 Ad Code

সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব কর্মদিবসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। একই সঙ্গে পতাকা উত্তোলন ও নামানোর ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করার কথাও বলা আছে। তবে এসব নির্দেশনা পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে মানা হচ্ছে না বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে দপ্তরের অফিস সহায়ক মনি বলেন, অনেক সময় ব্যস্ততা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় পতাকা উত্তোলন করা হয় না।

Manual4 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির সাংবাদিকদের উদ্দেশে হুমকিসূচক মন্তব্য করে বলেন, ‘আজকে যদি পতাকা না তোলে, তোমরা এই নিউজ করতে পারবা না।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন বলেন, সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code