১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত ২৫ মে, রবিবার, ২০২৫ ২২:০২:০৮
পুকুরে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

Manual5 Ad Code

ভোলার চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাবলিগ জামাতের সাথি মো. নাহিয়ান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী।

Manual7 Ad Code

রোববার (২৫ মে) উপজেলার দক্ষিণ আইচা থানার কুকরিমুকরি ইউনিয়নের চরপাতিলা ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত মো. নাহিয়ান গৌরনদী উপজেলার নীলখলা টরকী এলাকার বাসিন্দা মো. মাসুদ কাজীর ছেলে।

Manual8 Ad Code

তাবলিগ জামাতের সাথি মো. আমজাদ জানান, নিহত মাসুদ এসএসসি পরীক্ষা শেষে ২২ মে ৪১ দিনের চিল্লায় বের হয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর পাতিলা ইউনিয়নের কাশেম মেম্বার বাড়ির জামে মসজিদে আসে। তাবলিগ জামাতে ২২ জন সাথি ছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে তাবলিগ জামাতের সব সাথি মিলে মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন।

মাসুদের সঙ্গে সব সাথি গোসল করে মসজিদে ফিরে যান। মাসুদ গোসল করতে পুকুরে নামেন এবং এ সময় আরও একজন সাথি পুকুরের ঘাটলায় জামা-কাপড় ধৌত করেন। ওই সাথি মাসুদকে পুকুরের মাঝখানে ডুবে যেতে দেখে অন্য সাথিদের খবর দেন। কয়েকজন সাথি মিলে পুকুরে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের আরএমও ডা. মাকলুকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

খবরের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূইয়া আজ বিকেল আজকের পত্রিকাকে জানান, পুলিশ খবর পাওয়ার আগেই নিহতের মরদেহ তার পরিবার নিয়ে যান।