রাজধানীর পুরান ঢাকা এবং অন্যান্য এলাকার প্রায় ৯০ ভাগ পুরোনো ভবনই বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এর ফলে বড় ধরনের ভূমিকম্পে এই এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছে।
আজ শুক্রবার মিরপুরে আদিবাসী খাদ্য ও শস্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,
“প্রায় ৯০ ভাগ পুরোনো ভবনে বিল্ডিং কোড না মানায় ঢাকা ও পুরান ঢাকা ভূমিকম্পের চরম ঝুঁকিতে রয়েছে।”
সকালের ভূমিকম্পে প্রাণহানি
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
-
নিহত: ৫ জন (দুই শিশু সহ)
-
আহত: দুই শতাধিক
ভূমিকম্পের পর পুরান ঢাকা এলাকাসহ ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।